-67ce4eb2ea430.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সারা দেশে চলমান ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
রোববার (৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ বিরোধী মঞ্চের প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা সংহতি জানিয়ে অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে মেইন গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
এর আগে রাত সাড়ে ৯টায় নারী শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি মেয়েদের সবগুলো হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে নারী শিক্ষার্থীদের আরেকটি বিক্ষোভ মিছিলরত দল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পূর্বে বিক্ষোভরত দলটির সাথে সংহতি প্রকাশ করে একত্রিত হয়। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভরত শিক্ষার্থীরা আবার বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে সেখানে তারা প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান জানান। এসময় অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন।
আমানউল্লাহ খান/এমআই