
২০১৩ সালের শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লাকি আক্তারের মতো একজন ফ্যাসিবাদী ও হাসিনার দোসর কীভাবে এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে? ২০১৩ সালে সে ও তার সহযোগীরা বিচারহীনতার সংস্কৃতি কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল।
অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’, ‘ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘লাকি ধর, বস্তায় ভর, নয়াদিল্লি পাচার কর’সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, যারা আজ পুলিশের ওপর হামলা চালিয়েছে, তাদের সঙ্গে লাকি আক্তারকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাকে বিচারের আওতায় আনতে হবে, যাতে সে ভারতে পালিয়ে যেতে না পারে।
মাসুম/এমবি