নজরুল বিশ্ববিদ্যালয়ে হলের সিট বাতিল, প্রভোস্টের পদত্যাগ দাবি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২২:০৭
-67d1b15935922.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা হলের সিট বাতিল ও অসদাচরণের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা চার দফা দাবিতে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে হলের সামনে অবস্থান নেন।
তাদের অভিযোগ, চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের পূর্বেই শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা হচ্ছে। অনেক শিক্ষার্থী রেজাল্টের পর উচ্চশিক্ষা বা চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য হলে থাকতে চাইলেও প্রশাসন সিট বাতিল করছে। প্রভোস্টের সঙ্গে কথা বলতে গেলে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিদ্রোহী হল প্রশাসনের আয়োজিত ইফতার মাহফিলে ১৩ তম আবর্তনের শিক্ষার্থীদের না রাখার ঘটনাকে বৈষম্যমূলক বলে মন্তব্য করে তারা ইফতার বয়কটের ডাক দেন। অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও এতে একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আয়োজনে সব শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা রাখা উচিত ছিল। নির্দিষ্ট একটি ব্যাচকে সুবিধাবঞ্চিত করা হয়েছে, যা ন্যায্য নয়।
এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘যারা পরীক্ষার ফল প্রকাশের পর হল ছাড়বে, তাদের সিট বাতিল করা হয়েছে। তবে এটি নিয়ম অনুযায়ী হয়েছে।’
কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন, ১৩ তম আবর্তন এখনো বিশ্ববিদ্যালয়ের চলমান ব্যাচ এবং তাদের অনেকের রেজাল্ট হয়নি। বর্তমান শিক্ষার্থীদের হলে থাকার সিট বাতিল হলে তারা কোথায় গিয়ে উঠবেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেছেন
১. প্রভোস্টের অসৌজন্যমূলক আচরণের জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং তার স্থলে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।
২. চূড়ান্ত ফল প্রকাশের পর তিন মাস হলে থাকার সুযোগ দিতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আয়োজনে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।
৪. হলের ভাড়া ৫০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে এবং বিনামূল্যে ওয়াই-ফাই, নিরাপত্তা ও উন্নতমানের খাবার নিশ্চিত করতে হবে।
- সাইফুল ইসলাম/এমজে