কুবিতে ‘আপত্তিকর’ অবস্থায় ৪ এসএসসি পরীক্ষার্থী আটক

কুবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৫:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বহিরাগত চারজনকে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করেছে প্রক্টরিয়াল বডি। পরবর্তী পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিভাবক ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সহকারী প্রোক্টর মামুন চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের ‘আপত্তিকর’ অবস্থায় দেখতে পেয়ে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরবর্তীতে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসলে অভিভাবকদের ডাকা হয়। অভিভাবকদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে। চারজনই এসএসসি পরীক্ষার্থী এবং বলরামপুরের বাসিন্দা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘মাদক ও অশালীনতার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে ছিল এবং থাকবে। পাশাপাশি বহিরাগতদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। আশা করি ঈদের পর এমন পরিস্থিতি পুরোপুরি কমে যাবে।’
- ইমতিয়াজ রিফাত/এমজে