-67d39774c59ac.jpg)
মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ ও নির্যাতনের শিকার হওয়া শিশু আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গায়েবানা জানাজা আদায় করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহসমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা আগের মতো দীর্ঘসূত্রিতার বিচার চাই না। বর্তমান প্রজন্ম চায়, ধর্ষণের আগেই ধর্ষণকারী যেন শাস্তি পায়। আমাদের বোন আছিয়া জীবন দিয়ে আমাদের দায়বদ্ধ করে গেল। আমরা এখনো তার জন্য কিছু করতে পারিনি। সরকারের প্রতি আমাদের আহ্বান, ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায়, আমরা আবারও রাজপথে নামব।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। আজ আমার বোন আছিয়ার জন্য দাঁড়াতে হয়েছে, কাল আরেকজন বোনের জন্য দাঁড়াতে হবে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ধর্ষণের ঘটনা আর না ঘটে।’
উল্লেখ্য, গত ৮ মার্চ সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে।’
সিএমএইচ জানায়, সর্বাধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তার তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়; প্রথম দুটি ক্ষেত্রে তাকে স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার তার হৃদস্পন্দন ফিরে আসেনি।
মাসুম শাহরিয়ার/এমআই