-67d5027e5fe08.jpg)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেললাইন থেকে রেল ক্লিপ চুরি করে নিয়ে যাওয়ার সময় রেলগার্ডের হাতে ধরা পড়েছে এক চোর।
শুক্রবার (১৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে এ চুরির ঘটনা ঘটে।
চোরটি স্কুল ব্যাগে করে রেল ক্লিপগুলো নিয়ে যাওয়ার সময় রেলগার্ড শাকিলের কাছে হাতেনাতে ধরা পড়ে। তবে তার দলের বাকি ৪ জন চোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটককৃত চোরের নাম রাজন (২২)। তিনি ময়মনসিংহের কেওয়াটখালীর বাসিন্দা কাশেমের ছেলে।
রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, আওয়াজ শুনে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে গিয়ে ব্যাগভর্তি রেল ক্লিপসহ এক চোরকে আটক করি। তবে তার দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
বাকৃবির পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাত ৮টা ৪০ মিনিটে ওই চোরকে বাকৃবির পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
আশিকুর রহমান/এমবি