Logo

ক্যাম্পাস

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০০:০৯

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতাটি শনিবার (১৫ মার্চ) ঢাবির হাকিম চত্বরে অনুষ্ঠিত হয়।  

‘KAMOL MEDI AID, DU presents ১ম আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫’ শীর্ষক এই আয়োজনে ১৫১ জন শিক্ষার্থী অংশ নেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম।  

দিনব্যাপী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী এমদাদ, ক্বারী লিয়াকত, ক্বারী আব্দুল মালেক ও ক্বারী আতাউল্লাহ। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ।  

প্রতিযোগিতায় ছেলে ক্যাটাগরিতে প্রথম হয়েছেন  আরবি বিভাগের ২০২৩-২৪  সেশনের আশিকুজ্জামান আনিস, দ্বিতীয় হয়েছেন সিএসই বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এন এম রশিদ উজ জামান মাসুম, তৃতীয় হয়েছেন যৌথভাবে ২০২৩-২৪ সেশনের ক্রিমিনিলজি বিভাগের শিক্ষার্থী ফারহান আহমেদ ও ২০২৩-২৪ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিম হাসান। 

নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সুমাইয়া বুলবুল, দ্বিতীয় হয়েছেন সংগীত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী কবিতা আক্তার ও তৃতীয় হয়েছেন উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী শেখ তাসনিয়া করিম।

কমল মেডি এইড ঢাবির প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম জানান, রমজান মাসে এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ বাড়বে। কমল মেডি এইড শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং শিক্ষার্থীদের মানসিক ও দৈহিক উন্নয়নেও ভূমিকা রাখবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, আগে ক্যাম্পাসে ইসলামিক কোনো প্রোগ্রাম আয়োজন করতে বাধা দেওয়া হতো। এখন সুস্থ পরিবেশে এসব আয়োজন করা সম্ভব হচ্ছে, যা ইতিবাচক।  

কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, কোরআন মানবজাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছে। এটি ব্যক্তি ও সমাজের জন্য দিকনির্দেশনা দেয়।  

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এই আয়োজন কোরআনের আলোকে জীবন গঠনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। রমজানের পরিবেশে এমন আয়োজন আরও আনন্দদায়ক ও তৃপ্তিদায়ক। ইসলামি চেতনার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর