Logo

ক্যাম্পাস

বিয়ে করলেন সমন্বয়ক রাফি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২০:০৬

বিয়ে করলেন সমন্বয়ক রাফি

জুলাই আন্দোলনের অন্যতম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বিয়ের পিঁড়িতে বসেছেন।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো'আ একান্ত কাম্য। 

তবে তার নববধূর পরিচয় এখনো প্রকাশ করেননি। এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা ও অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন। তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

ডিআর/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই আন্দোলন তালাত মাহমুদ রাফি বিয়ে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর