বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা
জাবির ২৭৮ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক বহিষ্কার

জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৮:১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সমর্থন, হামলা, ইন্ধনের অভিযোগে ২৭৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ১৩ জন শিক্ষককেও একই অভিযোগে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় একটি অধিকতর তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) জাবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোল ১১টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে দীর্ঘ ১৪ ঘণ্টাব্যাপী চলে এ সিন্ডিকেট সভা চলে।
অভিযুক্ত শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এগুলো হলো- বর্তমান শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত, পরীক্ষা শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত ও সাবেক শিক্ষার্থীদের সনদ স্থগিত।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসানের পেনশন স্থগিত করা হয়েছে।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলের নাম স্থগিত করা হয়েছে। নাম স্থগিতাদেশ প্রাপ্ত হলগুলোর নতুন নাম নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া, হামলায় মদদের অভিযোগে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার, হল প্রভোস্ট, প্রশাসনের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটিও গঠন করা হয়েছে।
আমানউল্লাহ খান/ওএফ