Logo

ক্যাম্পাস

জবির ভর্তি পরীক্ষার ফল ২১ মার্চের পর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৫:১৩

জবির ভর্তি পরীক্ষার ফল ২১ মার্চের পর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২১ মার্চের পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উপাচার্য স্যার দেশের বাইরে আছেন। তিনি ২১ তারিখ দেশে ফিরবেন। তিনি ফেরার দু-এক দিনের মধ্যেই ফলাফল প্রকাশ হবে। কলা ও আইন অনুষদ 'বি' ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদ 'ডি' ইউনিটের ফল আগে প্রকাশ করা হবে। তবে আমরা চেষ্টা করবো সকল ইউনিটের ফল একসাথে প্রকাশ করতে।’

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, ফলাফলের সকল কাজ সম্পন্ন হয়েছে। উপাচার্য স্যারের স্বাক্ষর হলেই প্রকাশ করা হবে। তিনি এখন দেশের বাইরে আছেন। ২১ তারিখ দেশে ফিরলে একটি মিটিংয়ের ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।

এরআগে, ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলেও তা হয়নি।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি কলা ও আইন অনুষদ 'বি' ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদ 'ডি' ইউনিটেী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ৪২ হাজার ৯৭৪ জন। 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫২০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ২৪ হাজার ৯৫৭ জন।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় 'এ' ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৮৬০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ৪৪ হাজার ২২৩ জন। 'সি' ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি। এই ইউনিটে ৫২০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ২০ হাজার ১১২ জন।

জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জবি ভর্তি পরীক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর