Logo

ক্যাম্পাস

‘রমজানের ফজিলত’ নিয়ে বাকৃবি ছাত্রদলের প্রবন্ধ প্রতিযোগিতা

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৫:১৫

‘রমজানের ফজিলত’ নিয়ে বাকৃবি ছাত্রদলের প্রবন্ধ প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘রমজান মাসের ফজিলত ও গুরুত্ব’ বিষয়ে লিখিত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান বাকৃবি ছাত্রনেতা মো. মিরাজ উদ্দিন।

প্রতিযোগিতার নিয়মাবলি
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রবন্ধ সর্বনিম্ন ৩০০ ও সর্বাধিক ৫০০ শব্দের মধ্যে হতে হবে। প্রবন্ধ হাতে লেখা বা কম্পিউটারে টাইপ করা যেকোনো ফরম্যাটে জমা দেওয়া যাবে। প্রবন্ধের শেষে অংশগ্রহণকারীর নাম, অনুষদ ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। প্রবন্ধ ri1530365@gmail.com ই-মেইলে জমা দিতে হবে। প্রবন্ধ জমাদানের শেষ তারিখ আগামী ২০ মার্চ।

প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। প্রথম স্থান : একটি কুরআন মাজিদ, জায়নামাজ ও তসবি। দ্বিতীয় স্থান : হাদিসের গ্রন্থ ও জায়নামাজ। তৃতীয় স্থান : রমজানের ফজিলত ও দোয়া সংকলন বই।

মিরাজ উদ্দিন জানান, রমজান মাসে জাতীয়তাবাদী ছাত্রদল সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের উপর গুরুত্ব দিয়ে আসছে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের আহ্বান জানানো হয়েছে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাকৃবি ছাত্রদল প্রবন্ধ প্রতিযোগিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর