নজরুল বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল পার্কের নতুন নাম ‘বুলবুল শিশুপার্ক’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৬:৪৬
-67d94f1b30660.jpg)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল শিশুপার্কের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বুলবুল শিশুপার্ক’।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল শিশুপার্কের নাম পরিবর্তন করা হয়েছে।
একই সিদ্ধান্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কিছু স্থাপনারও নতুন নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু কর্ণারের নতুন নাম রাখা হয়েছে ‘নজরুল কর্নার’। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিদ্রোহী হল’ এবং ছাত্রী হলের নাম ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল’ পরিবর্তন করে রাখা হয়েছে ‘শিউলিমালা হল’। এছাড়া ‘শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ’ এর নাম পরিবর্তন করে ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’ এবং ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এর নতুন নাম দেওয়া হয়েছে ‘জুলাই বিপ্লব-২০২৪ স্কয়ার’।
উল্লেখ্য, গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনকারীরা নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানায়, যার পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় এসব পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মো. সাইফুল ইসলাম/এমআই