গাজায় হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৪:৪৭

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা।
তারা বলেন, ‘গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।’
তারা আরও বলেন, ‘যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো স্পষ্টতই ইসরায়েলের আগ্রাসন নীতি প্রকাশ করে। আমরা মজলুমদের পক্ষে সবসময় প্রতিবাদ করে যাব।’
মিছিল শেষে গাজাবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মো. সাইফুল ইসলাম/এটিআর