Logo

ক্যাম্পাস

ফিলিস্তিনে গণহত্যা জবি শিক্ষার্থীদের প্রতিবাদ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২০:২৬

ফিলিস্তিনে গণহত্যা জবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ফিলিস্তিনে সংঘটিত ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ এ মিছিল করা হয়৷

মিছিলটি কেন্দ্রীয় মসজিদ শুরু হয়ে বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে বাহাদুরশাহ পার্ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। শক্তি সঞ্চয় করতে হবে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই এবং তারা একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়। তেমনি একজন মুসলিম বিপদে পড়লে, অন্যরা ভাল থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে আমরা এখনও এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরোনো ঐতিহ্য। 

ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফয়সাল মুরাদ বলেন, খ্রিষ্টান ও ইহুদি রাষ্ট্রগুলো সারাজীবন শুধু মানবতার বুলি আওড়ায়। কিন্তু যখনই  ফিলিস্তিনের প্রশ্ন আসে, তারা নীরব ভূমিকা পালন করে। আমরা আমাদের বোনদের, ভাইদের এবং ছোট ছোট শিশুদেরকে নির্মমভাবে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। একইসাথে সকলকে এই বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জবি ফিলিস্তিন গণহত্যা শিক্ষার্থী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর