Logo

ক্যাম্পাস

ঈদের ছুটিতে খোলা থাকবে জবির ছাত্রী হল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৯:৫৯

ঈদের ছুটিতে খোলা থাকবে জবির ছাত্রী হল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও খোলা থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল। একটি ইফতার মাহফিলে হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঈদ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৬ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী ২৩ মার্চ থেকে এই ছুটি শুরু হবে। শেষ হবে ৫ এপ্রিল। এ ছুটিতে খোলা থাকছে বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রী হল। তবে এ সময় ২৭ মার্চ থেকে বন্ধ থাকবে হলের ডাইনিং।

ড. আঞ্জুমান আরা বলেন, ‘ঈদের ছুটিতে হল খোলা থাকবে, বন্ধ হবে না। হল খোলা থাকার ব্যাপারে কোনো নিয়মনীতি নেই। হল খোলাই থাকে, তাতে কোনো সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেখতে হবে ঈদে কতজন ছাত্রী হলে অবস্থান করছে কারণ তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। সর্বোপরি ছাত্রীরা ছুটিতে হলে অবস্থান করতে পারবে।’

জেএন/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদুল ফিতর ছুটি ছাত্রী হল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর