Logo

ক্যাম্পাস

‘গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৭:৪৩

‘গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্লাটফর্মের ঘোষণা করা হয়। নতুন এই প্লাটফর্মের ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জোবায়ের।

এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা আবার এক হব। ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামের একটি প্লাটফর্মের আমরা ঘোষণা করছি। যতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, আমাদের প্লাটফর্ম ততদিন পর্যন্ত কর্মসূচি পালন করে যাবে।’

তিনি আরও বলেন, ‘আজ অভ্যুত্থানের ৭ মাস পরে এসে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কেন আমাদের মাঠে নামতে হচ্ছে? যারা ২ হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে, যারা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছিল, এতকিছুর পরেও তাদের ন্যূনতম অনুশোচনা নেই। তারা আমাদের এখনো হুমকি দিয়েই যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই।’

জোবায়ের বলেন, ‘প্রধান উপদেষ্টা, আপনাকে আশ্বাস দিতে চাই আপনার পাশে আমরা আছি। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করে দেখুন তারা কী চায়? তারা সবাই চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।’

তিনি প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন। নাহলে আপনি কেন এই বক্তব্য দিয়েছেন তার সঠিক জবাব দিন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন তাহলে আর কেউ সেটা পারবে না।’

  • এমআই/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নতুন সংগঠন আত্মপ্রকাশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর