
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জুলাই বিপ্লবে শহীদ সাজিদের হত্যায় জড়িত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের অবিলম্বে বিচার দাবি জানাচ্ছি।
শুক্রবার (২১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুক্তমঞ্চে শাখা ছাত্রদলের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পারস্পরিক এবং খুবই কাছাকাছি মনে করি। সকল আন্দোলনের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের ভূমিকার ইতিহাস ভুলে যাই না। বাংলাদেশ যখন কোনো সংকটে উপনীত হয় তখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে।
তিনি বলেন, সর্বশেষ জুলাই বিপ্লবেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অপরিসীম। আমাদের অনেক মেধা কর্মী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে শহীদ হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে এবং সদস্যসচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিশেষ অতিথি হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদলের যেকোনো ইউনিটে যে নেতৃত্বে আসবে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমাদের চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। এ ছাড়া জুলাই বিপ্লবের মত প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পাশে পাব।
জান্নাতুন নাইম/এমজে