Logo

ক্যাম্পাস

জবি উপাচার্যের ছবি ব্যবহার করে টাকা দাবি

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৫:১৪

জবি উপাচার্যের ছবি ব্যবহার করে টাকা দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের অফিসিয়াল ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে +880 1856 064528 নাম্বার থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। শনিবার (২২ মার্চ) উপাচার্য নিজেই এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমার অফিসিয়াল ছবি ব্যবহার করে একটি চক্র আমার পরিচিতজনদের কাছে অর্থ দাবি করে আসছে। বিষয়টি নজরে আসার পরই সাইবার ক্রাইমে জানিয়েছি। তারা অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাকে নিশ্চিত করেছে।

এ বিষয়ে উপাচার্যের পিএস মো. আনোয়ার হোসেন বলেন, আমি উপাচার্যের নির্দেশে থানায় জিডি করতে এসেছি। একটি নম্বর থেকে উপাচার্যের ছবি ব্যবহার করে ৪০ হাজার টাকা দাবি করার বিষয়টি সামনে এসেছে। সকলকে এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ।

জেএন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর