ফিলিস্তিন ও জুলাই গণহত্যার বিচার দাবি ছাত্রপক্ষের

ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:০৮

ইসরায়েলের দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও জুলাই অভ্যূত্থানে গণহত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।
শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আকিব হাসান, কেন্দ্রীয় যুগ্ম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফারজানা মিতু, সহকারী আহ্বায়ক সাইফুল্লাহ জিহাদ, প্রচার সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, গত ৭৫ বছর ধরে ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা, বর্ণবাদী আগ্রাসন এবং জাতিগত নিধন চালিয়ে আসছে। বিশেষত, গাজায় এই হিংস্রতা গত কয়েক মাসে আরও তীব্র হয়ে উঠেছে। ১৮ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া গণহত্যা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির নামে যে প্রহসন চলছে তা কার্যকর নয়। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। ছাত্রপক্ষ ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে জাতিসংঘ এবং ওয়াইসির কাছে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানাচ্ছে।
এমএমআই/এটিআর