Logo

ক্যাম্পাস

কুবি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হান্নান-ওসমান

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ২১:৪১

কুবি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হান্নান-ওসমান

ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হান্নান রাহিম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওসমান গনী। 

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর।

রোববার (২৩ মার্চ) ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

উক্ত আহ্বায়ক কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে হাসান ইমাম ফরহাদ, মিডিয়া সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নোমান, পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে নাদিয়া আফরোজ সিম্মি, শিল্প সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে মো. মুজাহিদুল ইসলাম, পরিবেশ ও পর্যটন হিসেবে আরিফ হোসাইন এবং স্কিল ডেভেলপমেন্ট পদে মনোনীত হয়েছেন মহিবুস সাবের তালহা। পাশাপাশি, উক্ত কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ২৫ জন। 

আহ্বায়ক মো. হান্নান রাহিম বলেন, 'ইনকিলাব আগ্রাসনবিরোধী বাংলাদেশপন্থী একটি সাংস্কৃতিক সংগঠন। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের মতোই কাজ করবে। তবে ইনকিলাব প্রচন্ডরকম রাজনৈতিক সচেতন থাকবে যাতে যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বুদ্ধিবৃত্তিকভাবে রুখে দেওয়া যায়।'

এ এইচ রিফাত/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর