Logo

ক্যাম্পাস

জবি কেন্দ্রীয় মসজিদে দুই শিবির নেতার ইতেকাফ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:১২

জবি কেন্দ্রীয় মসজিদে দুই শিবির নেতার ইতেকাফ

পবিত্র মাহে রমজানের শেষ দশদিন কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা শিবিরের দুই নেতা। তারা হলেন শাখা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ ও বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান।  

জানা যায়, বিগত ৩ বছরে রাজনৈতিক সহিংসতার কারণে ক্যাম্পাস জামে মসজিদে ইতেকাফে বসেননি কেউ। এর আগে ২০২০ সালে শিবিরের সাবেক সভাপতি জবি শিবিরের পক্ষ থেকে কাকরাইল জামে মসজিদে ইতেকাফে বসেছিলেন।  

ইসলামের দৃষ্টিতে রমজানের শেষ দশদিনে ইতেকাফের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ইসলামি পরিভাষায় ইতেকাফ সুন্নতে মুয়াক্কাদাহ।  

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, সর্বশেষ তিনটি রমজানে ইতেকাফ হয়নি। ইতেকাফে বসা সুন্নতে মুয়াক্কাদাহ এবং ইসলামে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোনো মহল্লা বা কোনো এলাকায় যদি একজন ব্যক্তি ইতেকাফে বসেন, তাহলে তা সবার জন্য আদায় হয়ে যায়। এই বিষয়টি বিবেচনায় রেখে এবং শাখা শিবিরের নির্দেশনায় আমরা ইতেকাফে বসেছি। আমরা চাই, ক্যাম্পাসে সুন্নতের প্রচলন নিয়মিত হোক। এতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বৃদ্ধি ঘটবে।

অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রতিবছরই ইতেকাফে বসা হয়। যেহেতু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনশক্তি, তাই ক্যাম্পাস মসজিদে ইতেকাফে বসা আমাদের হক। বিগত ফ্যাসিবাদের সময়গুলোতে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।

শিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বছর কাটাবন ও ক্যাম্পাস মসজিদে আমাদের দুইজন করে মোট চারজন ভাই ইতেকাফে বসেছেন। প্রতি বছরই আমাদের শাখার পক্ষ থেকে ইতেকাফে বসা হয়। এর আগে বিষয়গুলো প্রকাশ হয়নি, কারণ গ্রেফতার হওয়ার ভয় ছিল।

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর