Logo

ক্যাম্পাস

স্বাধীনতা দিবসে কর্মচারীদের ঈদ উপহার দেবে জবি শিবির

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:২৫

স্বাধীনতা দিবসে কর্মচারীদের ঈদ উপহার দেবে জবি শিবির

স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির আগামীকাল বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীদের ঈদ সামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে।

এদিন দুপুর পৌনে দুইটায় শহীদ সাজিদ ভবনে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, শেমাই, দুধ, চিনি, নুডুলস।

মঙ্গলবার (২৫ মার্চ) শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন তারা নিম্ন বেতনের। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল (২৬ মার্চ) দুপুর পৌনে দুইটায় শহীদ সাজিদ ভবনে আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করবো। 

আসাদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে কর্মচারীদের শীতবস্ত্র, রোজার ইদে উপহার সামগ্রী ও কোরবানির গোশত বিতরণ এর আগেও আমরা করেছি। কিন্তু এ বছর ছাত্রলীগ না থাকায় প্রকাশ্যে করার সুযোগ হয়েছে। প্রতিবছর আমাদের এই কার্যক্রমে অনেকে সাড়া দেন, তবে এ বছর একটু বেশি সাড়া পাচ্ছি। কারণ গতবছর আমাদের এই সামগ্রী নিয়ে অনেককেই জবাবদিহি করতে হয়েছে।

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর