
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) তৃতীয় ধাপে শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল পাঞ্জাবি, টুপি, শাড়ি ও থ্রি-পিস। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীকে কুরিয়ারের মাধ্যমেও উপহার পৌঁছে দেওয়া হয়।
বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, "ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এটি আমাদের ভালোবাসার ছোট্ট উপহার। সবাইকে ঈদের শুভেচ্ছা ও দোয়া রইলো।"
বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। এটি শুধু উপহার নয়, বরং এক টুকরো ভালোবাসা, সম্মান ও আশা, যা একে অন্যের পাশে থাকার অঙ্গীকারকে আরও দৃঢ় করে। আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন। এই ঈদ সকলের জীবনকে আনন্দ, শান্তি ও সুখে ভরে তুলুক—এই কামনাই করি।
আশিকুর রহমান/এমবি