Logo

ক্যাম্পাস

স্বাধীনতা দিবসে জবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৩:১৪

স্বাধীনতা দিবসে জবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৬ মার্চ) জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জবি শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে।

জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণার মধ্যেদিয়ে বাংলাদেশকে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করেন। তার ঘোষণার মাধ্যমে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষ। বাংলাদেশকে মুক্ত করার প্রয়াসে লিপ্ত হয় এদেশের স্বাধীনতা পিপাসু জনগণ।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহীদ জিয়ার আহ্বানেই সারাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং দেশ স্বাধীন হয়। এই স্বাধীনতা শুধু মাত্র শহীদ জিয়ার জন্যই সম্ভব হয়েছিল।

জেএন/ওএফ

Type here..

Type here..

Type here..

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর