Logo

ক্যাম্পাস

ইবিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৫:০১

ইবিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) আনন্দ শোভাযাত্রা, বেলুন উড়ানো ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এ সময় তাদের সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহীদ স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মাসুম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর