Logo

ক্যাম্পাস

বন্ধ ক্যাম্পাসে অসহায় প্রাণীদের পাশে ছাত্রদল

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৫:২২

বন্ধ ক্যাম্পাসে অসহায় প্রাণীদের পাশে ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের জন্য খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করেছেন। এসব খাবারের মধ্যে ছিল ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুট এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য। এ ছাড়া অসুস্থ ও আহত প্রাণীদের চিকিৎসা প্রদান করছেন তারা।

সাধারণত ক্যাম্পাসের প্রাণীরা শিক্ষার্থী ও কর্মচারীদের কাছ থেকে খাবার পেয়ে থাকে, কিন্তু বর্তমানে ক্যাম্পাস বন্ধ থাকায় তাদের জন্য খাবারের সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে।

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান জানান, মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।

এই উদ্যোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রাফিউল বলেন, এ ধরনের কার্যক্রম অন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও প্রশাসন যদি এই উদ্যোগে সহায়তা করে, তাহলে ক্যাম্পাসে থাকা প্রাণীদের আরও ভালোভাবে দেখভাল করা সম্ভব হবে।

আশিকুর রহমান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর