
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদউপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ শে মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্মসাধারণ সম্পাদক রাজু আহম্মেদ-এর নেতৃত্বে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল গেটের সামনে এসব উপহার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে রাজু আহম্মেদ বলেন, সহমর্মিতা ও সংযমের মাস রমজানের শুরু থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছেন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের মানবিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অসহায় জনগণের জন্য কাজ করবে।
এই ধরনের মানবিক উদ্যোগগ্রহণে দেশের তরুণ সমাজকে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি ।
এএমএমআই/এটিআর