Logo

ক্যাম্পাস

ইসরায়েলি গণহত্যা : ঢাবিতে ৫০ হাজারেরও অধিক শহীদের গায়েবানা জানাজা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২২:০৪

ইসরায়েলি গণহত্যা : ঢাবিতে ৫০ হাজারেরও অধিক শহীদের গায়েবানা জানাজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফিলিস্তিন ও গাজায় চলমান গণহত্যায় শহিদ হওয়া ৫০ হাজারেরও অধিক শহিদের গায়েবানা জানাজা  অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া জানাজার আগ মুহূর্তে এক বিক্ষোভ সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিমুখে প্রতিবাদ জানিয়ে পদযাত্রা করার ঘোষণা দেওয়া হয়।

রোববার (৬ এপ্রিল)  রাতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, ‘সাধারণ-ছাত্র জনতার প্রতি আহ্বান জানাব, গাজার শিক্ষার্থীদের নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করে। সারাদেশে ৭ এপ্রিল জেনারেল স্ট্রাইক করুন, একই সঙ্গে শহীদের মাগফেরাত কামনা করে গায়েবানা জানাজা অনুষ্ঠিত করুন এবং ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পাসপোর্টে এক্সসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরিয়ে এনে বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সকল দোসরদের সকল চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করুন। 

এছাড়া আগামী ৮ এপ্রিল (মঙ্গলবার) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিকেল সাড়ে ৩টার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সকল ছাত্র-জনতাকে আহ্বান জানাব, স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আপনারা নেমে আসুন।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা। পরে সেখান থেকে সূর্য সেন হল-মুহসীন হল-স্মৃতি চিরন্তনে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় তারা ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রী’, ‘ফ্রী-ফ্রী, প্যালেস্টাইন’, ‘ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’সহ নানা স্লোগান দিতে থাকেন।

এমএমআই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর