Logo

ক্যাম্পাস

নাটোরে শিশু ধর্ষণের পর হত্যা, ইবিতে মানববন্ধন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪১

নাটোরে শিশু ধর্ষণের পর হত্যা, ইবিতে মানববন্ধন

নাটোরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, ইতোপূর্বে এরকম অনেক ঘটনার সঠিক বিচার না হওয়ায় কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তারা এ ঘটনার সাথে জড়িত সব দোষীকে অতি দ্রুত বিচার আওতায় আনতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমরা এমন এক পরিবর্তিত রাষ্ট্রব্যবস্থা দেখতে চাই, যে রাষ্ট্রব্যবস্থায় সব বয়সী ও ধর্মের মানুষ নিরাপদে থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভুট্টাক্ষেত থেকে ৭ বছরের শিশু জুঁইয়ের মুখ ঝলসানো মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিহত শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর