রাবি ভর্তি পরীক্ষা : হেল্প ডেস্ক থেকে মোবাইল চোর ধরল জবি শিবির

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৯:১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে শিবিরের হেল্প ডেস্ক থেকে মোবাইল চুরির অভিযোগে একজনকে আটক করেছে শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে চুরির ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ বেলা আড়াইটা থেকে জবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা উপলক্ষে হেল্প ডেস্ক বসায় জবি শাখা ছাত্রশিবির। পরীক্ষা শুরু হলে ডেস্কে থাকা পরীক্ষার্থীদের ফোন ধরে টান দেয় অভিযুক্ত ব্যক্তি। এ সময় দায়িত্বরত শিবিরের কর্মীরা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক বলেন, ডেস্কে এসে তিনি ফোন দেখার কথা বলেন। তার ফোন দেখার কারণ ও টোকেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলতে পারেননি। এরপর তাকে আমরা আটক করি। একপর্যায়ে তিনি নিজেই চুরির কথা স্বীকার করেন। আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন শিকদার বলেন, সে ফোন চুরি করতে পারেনি। তার আগেই শিক্ষার্থীরা তাকে আটক করে। এখন সে আমাদের হেফাজতে আছে।
জেএন/বিএইচ