Logo
Logo

ক্যাম্পাস

ইউজিসির প্রতিনিধি দলের বশেমুরবিপ্রবিপি পরিদর্শন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮

ইউজিসির প্রতিনিধি দলের বশেমুরবিপ্রবিপি পরিদর্শন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যের প্রতিনিধি দল সোমবার (৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) পরিদর্শন করেছেন।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা বশেমুরবিপ্রবিপি’র ছাত্র এবং ছাত্রীদের জন্য জন্য আবাসিক হল হিসেবে ব্যবহারের জন্য সম্ভাব্য ভবন ও ফ্ল্যাটসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

এছাড়া প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ক্লাসরুম পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় তারা প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জন্য প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যরা বশেমুরবিপ্রবিপি’র উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক মানের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ কাজে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, প্রক্টর ড. মো. মুছা খান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রফিকুল আলম, উপপরিচালক মো. আরাফাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।ৎ

ডিআর/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর