Logo
Logo

ক্যাম্পাস

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন দেবে আস-সুন্নাহ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৪

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন দেবে আস-সুন্নাহ

ছবি : প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের অনাবাসিক সমস্যা নিরসনে স্কলারশিপসহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ শিক্ষার্থীদের আবাসনের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর  করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর উপস্থিতিতে এ চুক্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সমঝোতা স্মারকের তথ্য থেকে জানা যায়, প্রাথমিক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীদের জন্য ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বুড়িগঙ্গার তীরে বসুন্ধরা রিভারভিউয়ে এ আবাসনের ব্যবস্থা করা হবে। আবাসন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ফলাফল, দারিদ্র্যতা এবং পারিবারিক-আর্থিক অবস্থা বিবেচনা করে ১০০%, ৭৫%, ৫০% ও ২৫% করে স্কলারশিপের ব্যবস্থা করা হবে।

অস্থায়ী আবাসনে উন্নতমানের লাইব্রেরি সুবিধা ও কম্পিউটার ল্যাব থাকবে। এছাড়া শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার জন্য আইইএলটিএসের ব্যবস্থাসহ  সফট স্কিল অর্জনের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন ধরনের শিক্ষা-প্রশিক্ষণ কোর্স সুবিধা প্রদান করা হবে।

আবাসনটির যাবতীয় ব্যয় বহন করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তবে অস্থায়ী আবাসন থেকে ক্যাম্পাসে যাতায়াতের পরিবহন ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে।

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ! দীর্ঘদিন যাবৎ আমরাও এরকমের একটি প্রোজেক্ট নিয়ে চিন্তা-ভাবনা করছিলাম। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিয়ে কাজ করছে, তাই আমাদের দুই পক্ষের চাওয়া মিলে যাওয়ায় আজ আমাদের কার্যক্রম এ পর্যায়ে পৌঁছেছে। আমাদের এ প্রোজেক্টে শুধু আবাসনের সমস্যাই সমাধান করা হবে না, এটার দ্বারা শিক্ষার্থীদের একজন দেশের শ্রেষ্ঠ মানবসম্পদে পরিণত করা হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই এই হলে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড না হোক। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি।’ 

আহমাদুল্লাহ আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাত্র ৭০০ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিতকরণের এই যাত্রা আমরা ৫ হাজারে উন্নীত করতে চাই। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানে সকল ধরনের শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ কাজ করে যাবে ইনশাআল্লাহ।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করার পরই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা। সে সংকট নিরসনে আমরা প্রাথমিক অবস্থায় অস্থায়ী আবাসন ব্যবস্থার জন্য  আজ থেকে একমাস আগে একটি কমিটি করে দিয়েছিলাম।’ 

‘ওই কমিটি গঠন করার পর থেকেই কমিটির সদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ভবন খুঁজতে থাকে। একই সঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে। আলহামদুলিল্লাহ! দীর্ঘ একমাস আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজ ৭০০ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সে জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নিজস্ব ব্যবস্থাপনায় আবাসনের জন্য কাজ চলমান ‍উল্লেখ করে উপাচার্য  বলেন, ‘আশা করি শিগগিরই অনেক বড় একটি সুসংবাদ দিতে পারব। আজকে  শিক্ষার্থীদের এই এমওইউ-এর মাধ্যমে আস-সুন্নাহ’র সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের যে যাত্রা শুরু হলো, এ ধারা আমাদের অব্যহত থাকবে বলে আমি আশা রাখি ‘ 

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত ২.৭ অনুযায়ী আবাসিক সংকট সাময়িক নিরসনের উদ্দেশ্যে দেশি-বিদেশী অনুদান/স্পন্সর পাওয়ার বিষয়ে জবি প্রশাসন কমিটি গঠন করে। তারই প্রেক্ষিতে দেশের সবচেয়ে প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য ফিলানথ্রপিক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে এমওইউ স্বাক্ষর হয়েছে। 

জান্নাতুন নাইম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর