গুমের শিকার দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৩
ঢাকার সাভার এলাকা থেকে গুমের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে তদন্ত কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১২ বছর আগে গুম হওয়া দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সার্পোট সোসাইটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জাননো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘গুমের শিকার দুই শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও স্বৈরাচার সরকারের কারণে তা সম্ভব হয়নি। তারা কি অবস্থায় আছে জানা নেই। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে তাদের সন্ধান করে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হোক।’
গুমের শিকার শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আল ফিকাহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল-মুকাদ্দাস ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ওয়ালিউল্লাহ। তারা উভয় শাখা ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি সাভারের নবীনগর এলাকা থেকে নিখোঁজ হন। তাদেরকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ পরিবহন নামের এক বাস থেকে র্যাব ও ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে জানা যায়।
মাসুম শাহরিয়ার/এমজে