মালিবাগ মাদ্রাসা থেকে সাদপন্থী শিক্ষার্থীর ছাত্রত্ব ও সনদ বাতিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০২
ছবি : সংগৃহীত
সাদপন্থীদের মতাদর্শ ধারণ করায় প্রাক্তন শিক্ষার্থী মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদ্রাসা।
রোববার (২২ ডিসেম্বর) মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গঠনতন্ত্র মোতাবেক জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রতিটি ছাত্র-শিক্ষক আহলুস্ সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিশ্বাস, চিন্তা-চেতনার পূর্ণ ধারক-বাহক হওয়া এবং উলামায়ে দেওবন্দের মাসলাক ও মাশরাবের পূর্ণাঙ্গ অনুসারী হওয়া অত্যাবশ্যক।’
‘কিন্তু সম্প্রতি জামিয়ার পরিচয় বহনকারী মুয়াজ বিন নূরকে উলামায়ে দেওবন্দের আদর্শ বিচ্যুত সাদপন্থী গোষ্ঠীর ভ্রান্ত মতাদর্শ ধারণ করে তাদের নেতৃত্ব দিতে দেখা গেছে। এরই প্রেক্ষিতে সম্মিলিত সিদ্ধান্তে মালিবাগ জামিয়া থেকে তার ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো। আজ থেকে সে জামিয়া শারইয়্যাহ মালিবাগের কোনো পরিচয় দেওয়ার নৈতিক অধিকার রাখে না।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সাদপন্থীদের কার্যকলাপ দ্বারা দ্বীনি ইলম ও উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ ছড়ানোর বিষয়টি স্পষ্ট। যা ইসলাম ও মুসলমানদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ।’
প্রসঙ্গত, মুয়াজ নেত্রকোনার আটপাড়া উপজেলার ছয়াশি গ্রামের ইঞ্জিনিয়ার (মৃত) নূর মুহাম্মদের ছেল। ২০১০ সালে মালিবাগ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পাস করেন তিনি।
ডিআর/এটিআর