আইএসইউতে সিএসই’র অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২২:১০
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) রোববার সকালে “বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের অগ্রগতি ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ’র উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খ্যাতিমান শিক্ষক ও কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
উপাচার্য ড. আব্দুল আউয়াল খান তার বক্তব্যে বলেন, সিএসই এখন সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। এর অবদানেই বিশ্ব অর্থনীতিতে ২-৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে।
অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, বড় প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে বুয়েটে পড়ার বাধ্যবাধকতা নেই, বরং লক্ষ্য স্থির রাখা ও প্রোগ্রামিং দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। চিন্তাশক্তি বাড়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে কারণ সমস্যার মাঝেই সম্ভাবনার পথ তৈরি হয়।
অধ্যাপক কায়কোবাদ বাংলাদেশের সিএসই শিক্ষার অগ্রগামী ব্যক্তি। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা এই শিক্ষক আন্তর্জাতিক মহলে সুখ্যাতি অর্জন করেছেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আইএসইউ সিএসই বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মুস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, সিএসই বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ নুরুল হুদা এবং রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে সিএসই শিক্ষার অগ্রগতি ও ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এইচকে/এমআই