নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি সহসভাপতি কারাগারে
ইবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৪
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ায় বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সহ-সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন অর রশীদ। তিনি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, কুষ্টিয়ার সদর থানার হাটশহরিপুর এলাকায় গত ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এঘটনায় আহত আরমান মীর (২৫) নামের এক যুবক গত ৩০ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে ১৮ নাম্বার আসামি করা হয়।
মাসুম শাহরিয়ার/এমআই