Logo
Logo

ক্যাম্পাস

কোটা বাতিল না করলে প্রশাসনিক ভবনে তালা দেয়ার ঘোষণা সমন্বয়কদের

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:২৬

কোটা বাতিল না করলে প্রশাসনিক ভবনে তালা দেয়ার ঘোষণা সমন্বয়কদের

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটার হার পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে, পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে অনড় রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রাবির অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘এখনো প্রশাসনের কাছে ভাবার মতো সময় রয়েছে। এক শতাংশ কেন, ০.১ শতাংশ পোষ্য কোটাও রাখা যাবে না। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের চেয়েও কয়েকগুণ দরিদ্র মানুষ এই দেশে রয়েছে। কর্মচারীরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়। আমাদের দাবি না মানা হলে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবো।’

এ বিষয়ে কর্মচারীদের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন রাবি কর্মচারী সমিতির নির্বাচন না হওয়ায় কর্মচারীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আলাদা সংগঠন গঠন করেছেন।

রাবি অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘কোটা ইস্যুতে করণীয় নির্ধারণের জন্য বৃহস্পতিবার সকাল ১১টায় জরুরি সভা ডেকেছি। আমরা সভার সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘আমরাও কোটা-বিরোধী। আমাদের সন্তানরা কখনোই কোটা নিয়ে ভর্তি হয়নি, ভবিষ্যতেও হবে না। কারণ এটি আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার।’

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার জানান, ‘এ বিষয়ে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে সভা ডাকার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে এখনো কোনো সভা আহ্বান করা হয়নি।’

এর আগে গত ১৪ নভেম্বর ভর্তি কমিটির সভায় পোষ্য কোটা এক শতাংশ কমিয়ে তিন শতাংশ এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পোষ্য কোটা পর্যালোচনার জন্য উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে ২০ সদস্যের কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, রাবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন করা যাবে ২০ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

জয় খ্রীষ্টফার বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর