Logo
Logo

ক্যাম্পাস

৩ দফা দাবিতে রাবিতে তালা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:৪৬

৩ দফা দাবিতে রাবিতে তালা

ছবি : বাংলাদেশের খবর

পোষ্য কোটা বাতিলসহ ৩ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

এর আগে, বুধবার (১ জানুয়ারি) দুপুরে পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এদিন রাতেই এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান জানিয়ে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় পোষ্য কোটা বাতিল, জুলাই বিপ্লবে বিরোধীতাকারী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি এবং আওয়ামী লীগের দোসর দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ায় উপাচার্য ও রেজিস্ট্রারকে গণক্ষমা চাইতে হবে— এই তিন দাবি তোলেন শিক্ষার্থীরা। এসময় দাবি মেনে না নেওয়া পর্যন্ত ভবনে তালা ঝোলানো থাকবে এবং কাউকে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হবে না বলেও জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, এই প্রশাসনকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তাবেদারী করার জন্য নিয়োগ করা হয়নি। নিয়োগ করা হয়েছে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করার জন্য। শিক্ষার্থীদের ন্যায্য দাবি যদি আপনার কাছে অন্যায় আবদার মনে হয়, তাহলে আপনি বড় ফ্যাসিস্ট।’ 

তিনি বলেন, ‘এখন আপনারা গণক্ষমা চাইবেন, নতুবা শীতকালীন ছুটি যাবে, গরমকালীন ছুটি যাবে তবু প্রশাসনিক ভবনে তালা ঝুলবে।’

এবিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আমরা সার্বিক বিচার বিশ্লেষণ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাধারণ কর্মচারীদের জন্য ১% কোটা রেখেছি। আসলে আপনারা যদি খোঁজ নেন দেখতে পাবেন তাদের জন্য এটা রাখা যৌক্তিক। তাদের অবস্থা ভালো হয়ে গেলে আগামীতে এটাও বাতিল করা হতে পারে। তবে এবছর ১% বহাল থাকবে।’

আওয়ামী লীগের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে অবশ্যই আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

এছাড়া আওয়ামীলীগের দুই শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগের ক্ষেত্রে তথ্যগত ক্রুটি ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান এই উপাচার্য।

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর