রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতির ডাক
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা ৫ শতাংশ পুনর্বহালের দাবিতে শুক্রবার (৩ জানুয়ারি) কর্মবিরতির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অফিসার্স সমিতির কার্যালয়ে এক সভায় এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পোষ্য কোটা শতকরা ৫ শতাংশ বহালসহ বিভিন্ন দাবিতে আগামী ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। উপাচার্য তাদের দাবি মেনে না নিলে আগামী ৬ জানুয়ারি তারা মানববন্ধন করবেন, ৭ তারিখ থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। ৮ জানুয়ারি সারাদিন কর্মবিরতি পালন করবেন।
এ বিষয়ে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, ‘আমরা আগামী ৫ তারিখে ভিসি স্যারের সঙ্গে দেখা করব। তিনি যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে ৬ তারিখে মানববন্ধন, ৭ তারিখে অবস্থান কর্মসূচি ও ৮ তারিখে দিনব্যাপী কর্মবিরতি পালন করব। তাতেও যদি কোনো সমাধান না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেব।’
এমজে