জবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২১:৩৪
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
নেতা-কর্মীরা অভিযোগ করেন, টাকার বিনিময়ে ছাত্রলীগ, শিবির, নেশাখোর, ছিনতাইকারী এবং প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তারা কমিটি ভেঙে দিয়ে সক্রিয় ও ত্যাগী ছাত্রনেতাদের মধ্য থেকে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।
শাখা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু-বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল আরেফিন রিয়াদ বলেন, ‘দলের দুঃসময়ে প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ছিলাম। মামলা-হামলার ভয় করিনি, ব্যক্তিগত ক্যারিয়ার ও পরিবারকে উপেক্ষা করেছি। অথচ এখন ছাত্রলীগ, নবাগত, ব্যবসায়ী ও চাকরিজীবীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং আমাকে বাদ দেওয়া হয়েছে।’
রিয়াজুল আরেফিন আরও বলেন, ‘জবি ছাত্রদলের কমিটি এখনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি। এই অস্থিতিশীল অবস্থার অবসান ঘটাতে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।’
বিক্ষোভকারীরা ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে যোগ্য ও ত্যাগীদের পদায়নের দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, পিয়ার আলী হীরা, মিয়া রাসেল, মোহাম্মদ নাজমুল আলম, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, শিহাব উদ্দিন খান, আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, আব্দুস আয়মান শুক্কুর, রবিউল ইসলাম শাওন, মিরাজ হোসেন, মেহেদী হাসান আখন প্রমুখ।
জান্নাতুন নাইম/এমআই