রাবিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২১:৪৫
আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য নির্দেশও দেয়া হয়।
এ সম্পর্কে প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, দেখতে পাচ্ছি বহিরাগতরা এসে বিভিন্ন বিশৃঙ্খলা করে, অনৈতিক কার্যক্রম করে যা দেখতে দৃষ্টিকটু। এ নিয়ে শিক্ষার্থীদের অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে দেখা গেছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে আমরা এটা করেছি। এর আগেও আমরা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছিলাম। এখন একেবারেই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা করা হয়েছে। এটা মূলত আমাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপত্তাকে নিশ্চিত করবে।
ওএফ