ইবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে প্রশাসন ভবনে তালা
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:১১
গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (০৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে ফটকে তালা দেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, ইবি গুচ্ছের বাহিরে যাবি’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘জবি যখন বাহিরে, ইবি কেন গুচ্ছে’ ইত্যাদি স্লোগান দেন।
পরে বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩ টায় গুচ্ছের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তারা। আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা কালক্ষেপণ করতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমরা ইবিকে কোনোভাবেই গুচ্ছের মধ্যে দেখতে চাই না।
শিক্ষার্থী আশরাফুল বলেন, গুচ্ছের ফলে শিক্ষার মান ক্ষুণ্ন হচ্ছে। আমরা চাই ইবি স্বতন্ত্র পদ্ধতিতে ফিরে যাক। ভিসি স্যার আমাদের ইতিবাচক সিদ্ধান্ত না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বাংলাদেশের খবরকে জানান, স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার বিকেলে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসা হবে।
মাসুম শাহরিয়ার/এটিআর