Logo
Logo

ক্যাম্পাস

ঢাবির নবনির্বাচিত নেতৃবৃন্দকে জবির সাদা দলের অভিনন্দন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

ঢাবির নবনির্বাচিত নেতৃবৃন্দকে জবির সাদা দলের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাদা দলের নেতৃবৃন্দ। 

রোববার (৫ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সাদা দলের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তিনি বারবার নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন। তৎকালীন ক্ষমতাসীনদের রোষানলে পড়ে তিনি চাকরিও হারিয়েছিলেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলে, হাইকোর্টের রায়ে তিনি পুনরায় চাকরিতে যোগদান করেন। তার মতো একজন নিবেদিত ও আদর্শবান শিক্ষক সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা প্রত্যাশা করি, শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অতীতের ন্যায় কান্ডারির ভূমিকা পালন করবেন।’

একই সাথে বিবৃতিতে, সাদা দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এ ছাড়া নতুন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য রক্ষা এবং শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন, এই আহ্বান জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দল।

জান্নাতুন নাইম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর