ঢাবি উপাচার্য ও প্রক্টরের ওপর হামলা, যা জানাল প্রশাসন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:১৭
ছবি : সংগৃহীত
সিন্ডিকেট সভায় সিনেট ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ খানের সাথে বাকবিতন্ডায় জড়ায় ছাত্রদলের একদল নেতা-কর্মী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আওয়ামী পন্থী ৩ সদস্যের নিমন্ত্রণ ও বর্তমান অনির্বাচিত সিন্ডিকেটের অধীনে ডাকসু নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় ঢাবি উপাচার্য ও প্রক্টরসহ কমপক্ষে ১০০ জন আহত বলে প্রচার করতে থাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল-শিবিরের হামলায় উপাচার্য ও প্রক্টরসহ শতাধিক আহত’ শীর্ষক প্রতিবেদনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রতিবেদনে হামলার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও গুজব।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে, এধরনের কোন হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। এধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন এবং গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমআই