Logo
Logo

ক্যাম্পাস

ইবিতে গুচ্ছ নিয়ে দুই ভাগে বিভক্ত শিক্ষার্থীরা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:১৭

ইবিতে গুচ্ছ নিয়ে দুই ভাগে বিভক্ত শিক্ষার্থীরা

গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এক পক্ষের দাবি, গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়কে থাকতে হবে। অন্য পক্ষের দাবি, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ভর্তি পদ্ধতিতে পরিচালিত করতে হবে।

সোমবার (০৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে গুচ্ছ পদ্ধতির পক্ষে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। এ সময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

গুচ্ছ পদ্ধতির পক্ষে থাকা শিক্ষার্থীরা জানান, গুচ্ছ পদ্ধতির ফলে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে। এক পরীক্ষায় এক খরচে একাধিক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে। যা খরচ কমানোর পাশাপাশি সুবিধা তৈরি করেছে। তাই তারা চান, ইবি গুচ্ছ ভর্তি পদ্ধতিতেই চলুক।

এদিকে, গত শনিবার (০৪ জানুয়ারি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দেন কিছু শিক্ষার্থী। পরবর্তীতে আলোচনার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।

গুচ্ছ পদ্ধতির বিপক্ষে থাকা শিক্ষার্থীরা দাবি করেন, গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থীরা অতিরিক্ত ভোগান্তির মধ্যে পড়েছে। সেশনজট বৃদ্ধি পাচ্ছে এবং অনেক বিশ্ববিদ্যালয় তার নিজস্বতা হারিয়ে যাচ্ছে। ফলস্বরূপ কিছু বিশ্ববিদ্যালয় তাদের সিট ফাঁকা রেখে অ্যাকাডেমিক কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে। যা অনেক শিক্ষার্থীকে সুযোগ থেকে বঞ্চিত করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, গুচ্ছ কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদের গুচ্ছ পদ্ধতিতে থাকার অনুরোধ করেছেন। তবে গুচ্ছের বিপক্ষে যে যুক্তি রয়েছে, সেটিও আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। আমাদের মূল লক্ষ্য রাষ্ট্রীয় স্বার্থ এবং শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করা।

মাসুম শাহরিয়ার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর