Logo
Logo

ক্যাম্পাস

সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪

সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ভিসি চত্বর হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশের শুরুতেই বক্তব্য দেন, ২০১১ সালে সীমান্তে হত্যার শিকার হওয়া ফেলানীর বাবা। তিনি বলেন, ‘২০১১ সালে ভারত সীমান্তে আমার মেয়ে ফেলানীকে নির্মমভাবে পাখির মতো গুলি করে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমার সামনে আমার মেয়েকে তারা নির্মমভাবে হত্যা করে। পানি পানি করে চিৎকার করলেও তাকে পানি দেয়নি বিএসএফ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমি অনেক চেষ্টা করেছি, সঠিক বিচারের জন্য,  কিন্তু কোনো বিচার পাইনি। ইউনূস সরকারের কাছে আমি আমার ফেলানী হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়েকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক সেভাবে হত্যাকারীকে মারা হোক।’ 

রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফেলানীর বাবা বলেন, ‘এখন থেকে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। সবাই রুখে দাড়ান, আমার মতো আর যেন কোনো বাবার কোল খালি না হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘সেদিন সীমান্তের কাঁটাতারে শুধু ফেলানীকে ঝুলানো হয়নি, পুরো বাংলাদেশকে কাঁটাতারের ঝুলিয়েছিল ভারত। ভারতের সাথে আমাদের সেই স্বামী-স্ত্রী সম্পর্ক শেষ হয়ে গেছে। আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি।’

এই শিক্ষার্থী বলেন, ‘আবার যদি সীমান্তে হত্যা হয়, তাহলে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। এরপরেও যদি সীমান্ত হত্যা বন্ধ করা না হয়, তাহলে দিল্লিকে আমরা আন্তর্জাতিক আদালতে দাঁড় করাব।’

ঢাবি শিক্ষার্থী নাফিসা বলেন, ‘ফেলানীর বাবার মতো আর কোনো বাবা যেন না কাঁদে। সরকারের কাছে আমাদের একটি দাবি, সীমন্তে যতগুলো খুন হয়েছে, সব খুনের বিচার নিশ্চিত করা হোক। ফেলানীর বাবার মতো আর যেন কোনো বাবা সন্তানহারা না হন।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর