ফ্যাসিবাদের আমলে ট্যাগ দিয়ে মানুষ মারা হতো : জবি উপাচার্য
জবি প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৯:১০
ছবি : সংগৃহীত
ফ্যাসিবাদের আমলে ট্যাগ দিয়ে মানুষ হত্যা করা হতো বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, ‘স্বৈরাচারের ইতিহাস আমরা যা দেখেছি, তা বর্ণনা করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। স্বৈরাচার যখন কোনো একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলত, তখন বলা হতো, ছাত্রদল অথবা শিবির মরেছে। তাহলে তার পাশে কাউকে দেখা যেত না।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন লিমন। তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর যাবৎ দেশে সাংবাদিকতার নামে যে অপসাংবাদিকতা হয়েছে, সেটাকে রুখতে ক্যম্পাস সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষণ ও আলাদা একটা ওয়েজ বোর্ড গঠন করে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।’
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্বিবদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন।
বক্তব্য দেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম, জাস্টিস ফর জুলাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সজিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জবি শিক্ষার্থী নূর নবী।
জেএন/এমজে