বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে : জবি শিক্ষক সমিতি
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:২১
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে মনে করছে জবি শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে শিক্ষক সমিতি জানায়, বুধবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার নির্মাণ কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এছাড়া এটা শিক্ষার্থীদের আন্দোলনের ফসল বলেও মনে করেন তারা।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবির ইতিমধ্যে মৌলিক দুটি দাবি পূরণ হয়েছে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাবে এমনটাই প্রত্যাশা করছে শিক্ষক সমিতি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, এবং অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য বলে মনে করে সংগঠনটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানাবিধ বৈষম্যের শিকার হয়ে আসছে। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের যৌক্তিক দাবির প্রতি সবসময়েই সর্বাত্মক একাত্মতা প্রকাশ করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিবৃতিতে আরও বলা হয়, বুধবার (১৫ জানুয়ারির) সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক অতি দ্রুততম সময়ের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ ও আবাসনের কাজ শুরু হবে বলেও আশা করেন তারা।
জেএন/এমআই