ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভয়ারণ্য সংগঠনের ২০২৪-২৫ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাঈমুল ফারাবি এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের তুষার মালাকার দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মেরিনা সুলতানা ও শাওয়ানা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক রাউফুল্লাহ খান, তাওসীফ তুরান ও মায়মূনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল ও জয়তুন নাহার জেমি, প্রচার সম্পাদক প্লাবন পাল, উপপ্রচার সম্পাদক ইজাজ আহমেদ ও মাহমুদা আক্তার তানিয়া, দপ্তর সম্পাদক পূজা দত্ত, উপদপ্তর সম্পাদক মোছা. হিতুয়ারা খাতুন ও তাম্মী রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইফতিয়াক আহমেদ।
এছাড়া অর্থ সম্পাদক এমরানুল হক খান, উপঅর্থ সম্পাদক সজল রয় ও সাদিয়া সাবরিনা, পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদ সাদিক ও আল ইমরান হোসেন সৈকত, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসরাত জাহান প্রমি, উপশিক্ষা ও গবেষণা সম্পাদক পাভেল মুনতাসির ও নুসরাত জাহান নিতু, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত ঐশী, উপসাংস্কৃতিক সম্পাদক মিথিলা ফারজানা, সুমাইয়া বন্যা ও ফারজানা বিনতে শরীফ, চিত্রাঙ্কন সম্পাদক মমিশা মিম, উপচিত্রাঙ্কন সম্পাদক মোফাজ্জেল হোসেন বরকত ও সাইফুল ইসলাম হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মাসুম শাহরিয়ার/এমবি