Logo

ক্যাম্পাস

মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবিতে ইবিতে বিক্ষোভ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:২১

মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবিতে ইবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু এক ফেসবুক পোস্টে ‘লাল সন্ত্রাস’ ও গুপ্ত হত্যার আহ্বান জানিয়েছে। এর প্রতিবাদে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘লাল সন্ত্রাসের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট একশন’, ‘শাহবাগীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘লাল সন্ত্রাসের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’।

সমাবেশে বক্তারা মেঘমল্লার বসুর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং ‘লাল সন্ত্রাসের’ মতো কার্যক্রম বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, একটি ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু প্রকাশ্যে ‘লাল সন্ত্রাসের’ আহ্বান জানান। তার এমন বক্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মাসুম শাহরিয়ার/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর